,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

মেসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

লাইক এবং শেয়ার করুন

মেসিহীন আর্জেন্টিনা কেমন খেলে বলিভিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর ভক্তদের কাছে তা ইতোমধ্যেই পরিষ্কার হয়ে গেছে।  শান্তশিষ্ট মেসি নাকি ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দিয়েছিলেন। আর তাতেই গা জ্বললো ফিফার। বলিভিয়ার সাথে ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে ফিফার এমন ঘোষণায় মানসিকভাবে বিপর্যস্ত আর্জেন্টাইন বাহিনী।

লিওনেল মেসির ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের সেক্রেটারি হোর্হে মিয়াদসকি। তিনি বলেছেন, ফিফার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আপিল করবো।  ইতিহাস থেকে মনে করছি, শাস্তি কমতে পারে। এএফএ’র সেক্রেটারি হোর্হে মিয়াদোসকি নিশ্চিত করেছেন খবরটি। হোর্হে মিয়াদসকি বলেন, ‘খেলা শুরুর ঘণ্টাখানেক আগে যেভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে আমরা বিস্মিত ও ভীষণ ক্ষুব্ধ।’

মেসির ব্যাপারে ফিফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ইচ্ছা জানিয়ে তিনি বলেন,‘আমরা এখন ফিফার কাছে আপিল করব। আগের উদাহরণগুলো আমাদের মনে বিশ্বাস জুগিয়েছে যে, শাস্তি কমা সম্ভব।’  নিষিদ্ধ হওয়ায় সামনে উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষেও বসেই কাটাতে হবে বিশ্বসেরা এই ফুটবলারকে। বলিভিয়ার আগের ম্যাচে মেসির গোলেই চিলির বিরুদ্ধে জয় পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিওসন সিলভারকে বাজে ভাষায় গালি দেন মেসি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ