,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

অবশেষে ফিরছেন সালমান বাট

লাইক এবং শেয়ার করুন

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন স্পট ফিক্সিংয়ে সাজাপ্রাপ্ত ক্রিকেটার সালমান বাট। তবে এখনো পুরোপুরি কোন নিশ্চিত খবর পাওয়া যায়নি পিসিবি থেকে। এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ২০১০ সালে একইসঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। স্পট ফিক্সিংয়ের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এখনো ফেরা হয়নি বাকি দু’জনের। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বিবেচনায় রাখছে সালমান বাটকে।

এপ্রিলে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য সালমান বাটের নাম বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে পিসিবিতে। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে বেশ দাপটের সাথে কয়েকটি লিগ খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি। কারণ হিসেবে বলা হয়েছে, ২০১০ সালে সালমান বাটই ছিলেন ফিক্সিংয়ের মূল হোতা। তবে সে সময় আমিরের বয়স কম হওয়ায় তাকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া হয়েছে।

তিন পাকিস্তানি ক্রিকেটারের পাঁচ বছরের নিষেধাজ্ঞা ২০১৫ সালে শেষ হলেও কেবল আমির ২০১৬ সালের জানুয়ারিতে সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। এবার হয়তো সুযোগ হবে সালমান বাটেরও। তবে এখনই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি তার স্কোয়াডে থাকা। পিসিবির একটি সূত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম উল হক ও প্রধান কোচ মিকি আর্থার আলোচনা করেই সালমান বাটকে বিবেচনায় রাখছেন। এই সূত্র আরো জানিয়েছে, খুব শিগগিরই জাতীয় দলের ক্যাম্পে ডাক পেতে যাচ্ছেন সালমান।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ