,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভার্ডির হ্যাটট্রিকে বিধ্বস্ত ম্যানসিটি

লাইক এবং শেয়ার করুন

গত মৌসুমে দুর্দান্ত সব গোলে লেস্টার সিটিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন জেমি ভার্ডি। কিন্তু এবার শুরু থেকে তাকে চেনারূপে দেখা যায়নি। তবে ইংলিশ লিগে গতকাল রাতে আবারও খুনে চেহারায় দেখা গেছে ভার্ডিকে। জেমি ভার্ডির দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটি। তাদের জয়ের দিন বাকি গোলটি করেন অ্যান্ডি কিং। আর ম্যানসিটির হয়ে একটি করে গোল করেন আলেকজান্ডার কোলারভ ও নোলিতো।

চেনা মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে শক্তিশালী ম্যানসিটিকে ভালোই চেপে ধরেছিল গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার। ম্যাচের মাত্র ২০ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়তে হয় সিটিজেনদের। ম্যাচ শুরুর ৩ মিনিটেই দলের হয়ে গোল করে লিড পাইয়ে দেন ভার্ডি। দুই মিনিট পরেই গোল করেন কিং। তারপরও থেমে ছিল না ‘ভার্ডি শো’। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেস্টার। বিরতির পর ম্যাচের ৭৮ মিনিটে দলের চতুর্থ আর ব্যক্তিগত তৃতীয় গোল পূর্ণ করেন ভার্ডি। এরপর টানা দুই গোল করে সিটি। তাতে অবশ্য হার এড়াতে পারেননি তারা। ৮২ মিনিটে কোলারব আর অতিরিক্ত সময়ে গোল করেন নলিটো।

ইংলিশ লিগে অপর ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল। গানারদের জয়ে একটি করে গোল করেন থিও ওয়ালকট, মেসুত ওজিল ও অ্যালেক্স ওবি। এই জয়ে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪’তে উঠে এলো লেস্টার সিটি। অপরদিকে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪।

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ