,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ইংল্যান্ডকে ২৪৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ভারত

লাইক এবং শেয়ার করুন

রাজকোট টেস্টে ড্র করার পর বিশাখাপত্তনমে সফরকারী ইংল্যান্ডকে ২৪৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ভারত। চতুর্থ দিনের শেষ বিকেলে জয়ের জন্য ইংল্যান্ডকে ৪০৫ রানের লক্ষ্য ছুড়ে দিলে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই ১৫৮ রানে অলআউট হয় সফরকারীরা। এদিকে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক অ্যালিস্টার কুক। হামিদ (২৫), জো রুট (২৫) ও বেয়ারস্টো (৩৪) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছুতে পারেনি।

ভারতের মাটিতে ৪০৫ রান করে টেস্ট জেতা এমনিতেই স্বপ্নের মতো। আর তা বুঝতে পেরেই চতুর্থ দিন বিকেল থেকে আত্মরক্ষণমূলক কৌশল অবলম্বন করে কুকের ইংল্যান্ড। কুক নিজেও বেশ কয়েকবার জীবন ফিরে পেলে তাকে বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি জাদেজা। এর পর শুধুই আসা-যাওয়ার খেলা। যেন আউট হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। বিপরীতে অশ্বিন-জাদেজাদের মতো বিশ্বমানের বোলাররা সময় বুঝে ঠিকমতোই ইংল্যান্ডকে চেপে ধরে।

দম বন্ধ হয়ে সফরকারীরা শেষ পর্যন্ত ১৫৮ রানে ইনিংসের ইতি টানতে বাধ্য হন। ভারতের হয়ে অশ্বিন ও জয়ন্ত যাদব ৩টি করে এবং মোহাম্মদ সামি ও জাদেজা ২টি করে উইকেট দখল করেন। এর আগে প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি ও চেতাশ্বর পুজারার জোড়া সেঞ্চুরির কল্যাণে ৪৫৫ রানের বড় স্কোর দাঁড় করার ভারত। জবাবে ২৫৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এর পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত ২০৪ রানে অলআউট হলে ইংলিশদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০৫ রান। যা থেকে ২৪৬ রান দূরে থাকতেই স্বপ্নভঙ্গ হলো কুক-রুটদের।

প্রসঙ্গত, এ জয়ের ফলে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথম টেস্ট ড্র হয়েছিল। সিরিজে ফিরতে হলে আসছে টেস্টে সফরকারীদের ঘুরে দাঁড়ানো বিকল্প নেই।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ