,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার শোচনীয় হার

লাইক এবং শেয়ার করুন

পার্থে প্রথম টেস্টে ১৭৭ রানে হারতে হয়েছিল। হোবার্টে দ্বিতীয় টেস্টে আরও শোচনীয়ভাবে হারতে হল অস্ট্রেলিয়াকে। ব্যাটসম্যানদের অবিশ্বাস্য বিপর্যয়ে এবার হার ইনিংস ও ৮০ রানে। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৫ রানে। দ্বিতীয় ইনিংসে উঠল ১৬১ রান। স্বাগতিকদের প্রথম ইনিংসের জবাবে ৩২৬ রান করে সাউথ আফ্রিকা।

তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ১২১। ব্যাট করছিলেন উসমান খাজা ও অধিনায়ক স্টিভ স্মিথ। এটাই শেষ কার্যকরি জুটি। মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে খাজা ফিরেন ৬৪ রানে। অধিনায়ক স্মিথ করেন ৩১। এই জুটির পর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬১ রানে। শেষ ৮ উইকেটের পতন হয় মাত্র ৩২ রানে। প্রোটিয়াদের হয়ে ৬টি উইকেট নেন কাইল অ্যাবট। প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬ মিলে মোট ৯ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা অ্যাবট।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ