,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

অভিষেকে মিরাজের জোড়া আঘাত (স্কোরঃ ৮১/৩)

লাইক এবং শেয়ার করুন

নিজের অভিষেককে কে না চায় স্মরনীয় করে রাখতে। এরকমই এক দুর্দান্ত অভিষেকের পথে এগিয়ে যাচ্ছেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। অভিষেকে দুর্দান্ত বোলিং করা মেহেদী হাসান মিরাজ পর পর দুই ওভারে ২টি উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন। স্বার্থক করেছেন নির্বাচকদের সিদ্ধান্তকে। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টায়। আর এই ম্যাচ দিয়ে প্রায় সাড়ে ১৪ মাস পর বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফিরলো মুশফিক বাহিনী। এর আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৩ ক্রিকেটারের অভিষেক হয়। ৭৯ নম্বর ক্রিকেটার হিসেবে সাব্বির, ৮০ নম্বর ক্রিকেটার হিসেবে মিরাজ ও ৮১ নম্বর ক্রিকেটার হিসেবে কামরুল ইসলাম রাব্বির অভিষেক হয়। বাংলাদেশ দুইজন পেসার নিয়ে খেলছে। একাদশের বাইরে রয়েছেন সৌম্য সরকার, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান। সাব্বিরের মাথায় টেস্ট ক্যাপ তুলে দেন সাকিব আল হাসান। মিরাজকে পরিয়ে দেন মুশফিকুর রহিম। কামরুলকে টেস্ট ক্যাপ দেন সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাহমুদ।

প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেন শফিউল ইসলাম। দলের আরেক পেসার রাব্বি। অলরাউন্ডারসহ আট ব্যাটসম্যান থাকায় মুশফিকুর রহিমের দলের ব্যাটিং গভীরতা যথেষ্ট। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও চোখ ইংলিশদের। অন্যদিকে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ।

ইনিংসের দশম ওভারে মেহেদি হাসান মিরাজ টাইগারদের হয়ে প্রথম উইকেট তুলে নেন। ফিরিয়ে দেন বেন ডাকেটকে। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে ডাকেট করেন ৩৫ বলে ১৪ রান। পরের ওভারে আক্রমণে এসেই সাকিব তুলে নেন কুকের উইকেটটি। সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন ২৬ বলে ৪ রান করা কুক।

ইনিংসের ১২তম ওভারে মিরাজ ফেরান গ্যারি ব্যালান্সকে। মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ব্যালান্স এলবির ফাঁদে পড়েন। আম্পায়ার প্রথমত আউটের সিদ্ধান্ত না দিলেও মুশফিকের নেয়া রিভিউয়ে আউটের ফাঁদে পড়েন ব্যালান্স। দলীয় ২১ রানের মাথায় ইংলিশদের তৃতীয় উইকেটের পতন ঘটে। টস করতে নেমেই ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড শুধু নিজের করে নেন অধিনায়ক কুক (১৩৪)। সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টকে পেছনে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৮১।

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮ ওভার ৮১/৩ (কুক ৪, ডাকেট ১৪, রুট ৩৮*, ব্যালান্স ১, মঈন আলী ১৭*; শফিউল ০/১২, মিরাজ ২/১৩, রাব্বি ০/২৩, সাকিব ১/১২, তাইজুল ০/১০)

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড দল:
অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ