,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

দ্বি-স্তর টেস্টের প্রস্তাব বাতিল করেছে আইসিসি

লাইক এবং শেয়ার করুন

অবনমন পদ্ধতি রেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সামনে এনেছিল দ্বি-স্তরবিশিষ্ট টেস্টের প্রস্তাব। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বাংলাদেশের মতো র্যাংকিংয়ে নিচের সারিতে থাকা দলগুলোর জন্য এটা মোটেও ভালো ছিল না! তাই শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সব জল্পনা-কল্পনার অবসান অবসান ঘটিয়ে দ্বি-স্তর টেস্টের প্রস্তাব বাতিল করেছে আইসিসি। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

আইসিসি থেকে শ্রীনিবাসনের বিদায়ের পরও ‘তিন মোড়ল’ নীতি বাদ দেয়া হয়েছিল। কিস্তু তাদের চিন্তার ছায়া ছিল। তারই নমুনা- দ্বি-স্তরবিশিষ্ট টেস্টের প্রস্তাব! এই প্রস্তাব জানানো হয়, প্রথম স্তরে থাকবে র্যাংকিয়ে শীর্ষ সাত দল ও দ্বিতীয় স্তরে শেষ তিন দল। এই তিন দলের সঙ্গে দ্বিতীয় স্তরে যোগ হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের দুই ফাইনালিস্টও। দুই বছর পর পর র্যাংকিং অনুযায়ী অবনমনের দল পরিবর্তন হতে পারে।

এতে বাংলাদেশের মতো দলের বড় ক্ষতি হতো। কারণ টেস্টে ভালো করতে হলে বড় বড় দলগুলোর সঙ্গে খেলতেই হবে। তাই দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট বিসিবি কোনোভাবেই সমর্থন করেনি। বিসিবির সঙ্গে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়  শ্রীলঙ্কা। এরপর ভারতও এই দলে যোগ দেয়। এ ছাড়া জিম্বাবুয়েও এর পক্ষে ছিল না।

এই পরিকল্পনায় সমর্থন দিয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে কঠোর আপত্তিতে দ্বি-স্তর টেস্ট পদ্ধতির প্রস্তাব থেকে সরে দাঁড়াল আইসিসি। দুবাইয়ে একজিকিউটিভ কমিটির বৈঠকে আজ এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ