,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তৃতীয় টেস্টে ১৪১ রানে জিতলো ইংল্যান্ড

লাইক এবং শেয়ার করুন

পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টে শেষ বেলায় ওকস এবং ফিনের রিভার্স সুইং জাদুতে পাকিস্তানকে ১৪১ রানে হারিয়েছে ইংল্যান্ড। আর এ জয়ের ফলে ৪ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে গেলো স্বাগতিকরা।  শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৪১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংলিশরা।   এরপর বেয়োরোস্টো উইকেটটি হারিয়ে ৪৪৫ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে জয়ের জন্য ৩৪৩ রানের টার্গেট দেয় তারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির, ইয়াছির শাহ এবং সোহাইল খান প্রত্যেকে দুইটি করে উইকেট দখল করেন।।
 
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। দলীয় ৬ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে ওকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মোহাম্মাদ হাফিজ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলী এবং সামি আসলাম প্রথম ইনিংসের মতো লড়াইয়ের আভাস দেন। কিন্তু দলীয় ৭৯ রানের মাথায় আজহার আলী ব্যক্তিগত ৩৮ রানে ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।
 
সামি আসলাম এক প্রান্তে দলের হাল ধরে রাখলেও অন্য প্রান্তে দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরা সবাই যাওয়া আসার মিছিলেই ব্যস্ত ছিলেন। ১৫১ রানে নয় উইকেট পড়ে যাওয়ার পর শেষ উইকেটে সোহাইল খান এবং রাহাত আলী ৫০ রানের জুটি গড়ে ড্রয়ের সম্ভাবনা জাগালেও তাতে শেষ রক্ষা হয়নি। দলীয় ২০১ রানের মাথায় সোহাইল খান ব্যক্তিগত ৩৬ রান করে মুঈন আলীর বলে কট এন্ড বোল্ড হলে ১৪১ রানের জয় পায় ইংল্যান্ড।
ইংলিশদের হয়ে ব্রড, ওকস, অ্যান্ডারসন, ফিন ও মুঈন আলী প্রত্যেকে দুইটি করে উইকেট নেন।
 
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড, প্রথম ইনিংস ২৯৭ (ব্যালেন্স ৭০, মুঈন আলী ৬৩, কুক ৪৫ এবং ভিন্স ৩৯; পাকিস্তানের সোহাইল খান ৫টি, মোহাম্মদ আমির ও রাহাত আলী ২টি করে উইকেট) ও দ্বিতীয় ইনিংস ৪৪৫/৬ ডিক্লি.।
 
পাকিস্তান প্রথম ইনিংস ৪০০ (আজহার আলী ১৩৯, সামি আসলাম ৮২, মিসবাউল হক ৫৬; ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও ওকস ৩টি করে, অ্যান্ডারসন ২টি উইকেট) ও দ্বিতীয় ইনিংস ২০১ (সামি আসলাম ৭০, আজহার আলী ৩৮, সোহাইল খান ৩৬)। ফলাফল: ইংল্যান্ড ১৪১ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: মুঈন আলী।

–ক্রিকইনফো


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ