,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

টেস্টে ১২০ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন ইয়াসির শাহ

লাইক এবং শেয়ার করুন

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৯০ উইকেটের মালিক এখন পাকিস্তানী লেগ স্পিনার ইয়াসির শাহ এজবাস্টন টেস্টে ১২০ বছর পুরনো এই রেকর্ডটি ভেঙ্গে দিয়েছেন তিনি। এর আগে লর্ডস টেস্টে দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে দশ উইকেট শিকারের রেকর্ড গড়ার পর এবার এই রেকর্ড গড়লেন তিনি। প্রথম ১৫ টেস্টে এটাই যেকোনো বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড। এর আগে ক্যারিয়ারের প্রথম ১৫ ম্যাচে সর্বোচ্চ ৯০ উইকেট নেয়ার রেকর্ডটির অধিকারী ছিলেন ইংলিশ ফাস্ট বোলার জর্জ লেম্যান।
 
১৮৯৬ সালে তিনি এই কীর্তি গড়েছিলেন। দীর্ঘ ১২০ বছর পর টার্নারকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন পাক স্পিনার ইয়াসির। এজবাস্টন টেস্টে স্বাগতিক ইংলিশদের দ্বিতীয় ইনিংসে গ্যারি ব্যালান্সের উইকেট শিকার করে রেকর্ডের বুকে নাম লেখান ইয়াসির। লেম্যানের আরেকটি রেকর্ডের পেছনেও ছুটছেন ইয়াসির। এর আগে ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে উইকেটের সেঞ্চুরির বিশ্বরেকর্ডটিও গড়েছিলেন সাবেক এই ইংলিশ কিংবদন্তী বোলার।
 
১০০ উইকেট শিকারে ইয়াসিরের হাতে আছে আরও ৩ টি ইনিংস। এই ৩ ইনিংসে ১০ উইকেট শিকার করতে পারলেই সবচেয়ে কম ম্যাচে উইকেটের সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়তে পারবেন তিনি। -ক্রিকইনফো


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ