,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাতে সাসেক্সের হয়ে মাঠে নামছেন মোস্তাফিজ

লাইক এবং শেয়ার করুন

ইংল্যান্ডের মাটিতে পা রেখেই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের বিপক্ষে কাউন্টি অভিষেক হবে ২০ বছর বয়সী মোস্তাফিজের। বৃহস্পতিবার চেমসফোর্ডে বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। টুইটারে মোস্তাফিজের কাউন্টি অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাসেক্সের জার্সি হাতে মোস্তাফিজের ছবির ক্যাপশনে সাসেক্স লিখেছে, “সাসেক্স আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, মোস্তাফিজ কাউন্টি খেলতে ইংল্যান্ডে আসছে। আশা করছি, ২১ জুলাই এসেক্সের বিপক্ষে মাঠে নামবেন টাইগার পেসার।’’ ২১ জুলাই এসেক্সের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচের পর সাসেক্সের হয়ে আরও দুটি টি-টুয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচে অংশ নিবেন মোস্তাফিজ। ইংলিশ কাউন্টি দল সাসেক্স টি-টোয়েন্টি ব্লাস্টে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে।

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। সাউথ গ্রুপে চার ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে সাসেক্সের অবস্থান তলানিতে। লন্ডনের দলটিতে মোস্তাফিজের সতীর্থ হিসেবে থাকছে কিউই তারকা ব্যাটসম্যান রস টেইলর। দলের অধিনায়ক হিসেবে দায়িত্বরত আছেন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্যাটসম্যান লুক রাইট।

এসেক্স স্কোয়াডঃ আরসাদ জাইদি, আরএস বোপারা, মেগাওয়াট ডিক্সন, বিএসএফের ফস্টার, ডিডাব্লিউ লরেন্স, ডিডি মাস্টার্স, জিআর নেপিয়ার, মিস্টার কুইন, জেডি রাইডার, সিজে টেলর, রায়ান টেন ডয়েসচেট, এস ভেলানি, ওয়াহাব রিয়াজ, পি ওয়াল্টার, টি ওয়েস্টলি সাসেক্স স্কোয়াডঃ উইল বিয়ার, ডিআর ব্রিগস, বেন ব্রাউন, ক্রেগ চাছোপা, হ্যারি ফিঞ্চ, জর্জ গারটন, ক্রিস জর্ডান, মোস্তাফিজুর রহমান, ম্যাট মাচান, টাইসন মিলস, ক্রিস ন্যাশ, ওলিয়ে রবিনসন, ফিলিপ সল্ট, আহমেদ শাহজাদ, রস টেইলর, লুক রাইট।

-ক্রিকফ্রেঞ্জি


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ