,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

১৯৭০ সালের পর ইরমা-ই বিশ্বের ভয়ঙ্করতম ঝড়

লাইক এবং শেয়ার করুন

বিশ্বের ভয়ঙ্করতম ঝড় ইরমা! অন্তত ১৯৭০ সালের পর এই প্রথম এই ধরনের ঝড় দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকায়। মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের থেকে দেওয়া তথ্য অনুসারে ১৮৫ মাইল গতির কোনও ঝড় এর আগে ২৪ ঘণ্টার বেশি সময় স্থায়ী হয়নি কোথাও। অথচ, গত বুধবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়া এই ঝড় ক্রমশ উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর সড়তে শুরু করলেও, তার গতিবেগ এখনও কমেনি। চলছে ধ্বংসলীলাও।

গত সপ্তাহে টেক্সাসে ধ্বংসলীলা চালায় অ্যাটলান্টিক ঝড় হার্ভে। তার পরই পূর্ব-আমেরিকা সংলগ্ন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে ইরমা। বর্তমানে ইরমার পাশাপাশি অ্যাটলান্টিক মহাসাগর থেকে আরও দুটি হ্যারিকেনের উত্পত্তি হয়েছে বলে মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই ঝড়ের প্রভাবে মৃত্যু হয়েছে ৬০-এর বেশি মানুষের। শনিবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ইরমা আরও দক্ষিণ-পূর্ব দিকে সরে গিয়ে কিউবাতে আছড়ে পড়েছে। এতে কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ