,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে মক্কার ইমামের সাক্ষাৎ

লাইক এবং শেয়ার করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন মক্কার পবিত্রতম গ্রান্ড মসজিদের (বায়তুল হারাম) ইমাম শেখ সালেহ বিন মুহমাম্মাদ বিন তালিব। শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাক গণমাধ্যম ডনের খবরে বলা হয়, পাকিস্তানে উষ্ণ অভ্যর্ত্থনা জানানোর জন্য বৈঠকে নওয়াজ শরিফের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গ্রান্ড মসজিদের ইমাম। এসময় তারা ইসলামের বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচার যা ইসলামকে ভুলভাবে চিত্রিত করছে, ধর্মীয় নেতা ও পণ্ডিতরা কীভাবে তার মোকাবেলা করতে পারেন তা নিয়ে আলোচনা করেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক নিবীড় ও সুদৃঢ় হয়েছে এবং উভয় দেশের জনগণ একে অপরকে অনেক বেশি শ্রদ্ধা করেন। শরিফ বলেন, ইসলাম ভালোবাসা, শান্তি, ধৈর্য, ক্ষমা ও মানবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বার্তা দেয় এবং এই বার্তা বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দেওয়া প্রয়োজন।

বৈঠকে সৌদি অরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হাবিবুল্লাহ আল বুখারি, পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মাদ ইউসুফ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শেখ সালেহ পাকিস্তানের জমিয়ত-ই ইসলামের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দেন। শুক্রবার নাওশেরার আজাখিল এলাকায় জুমার খুতবা দিয়েছেন। এসময় তিনি মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ