AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বাংলাদেশকে ৪০ হাজার কোটি টাকা ঋণ দেবে ভারত

লাইক এবং শেয়ার করুন

বাংলাদেশকে প্রায় ৪০ হাজার কোটি টাকা (পাঁচ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ-সুবিধা দেওয়ার প্রস্তাব দেবে ভারত। মোট ১৭টি বড় প্রকল্পে এই বিপুল অঙ্কের তহবিল দেওয়ার কথা ভাবছে দেশটি। ভারতের প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্যই। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭টি বড় প্রকল্পে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল দেওয়ার প্রস্তাব করবে বলে জানিয়েছে ভারত। এটি ভারতের পক্ষ থেকে অন্য দেশে তহবিল দেওয়ার সর্বোচ্চ প্রস্তাব।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে এ প্রস্তাব চূড়ান্ত হতে পারে বলে জানানো হয়েছে ইকোনমিক টাইমসের ওই প্রতিবেদনে। বাংলাদেশের যোগাযোগ, রেলওয়ে এবং সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পে এই বিপুল পরিমাণ তহবিল দেওয়া হবে। ভারত বাংলাদেশের ওপর দিয়ে উত্তর ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরো শক্তিশালী যোগাযোগ স্থাপনে আগ্রহী। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাম্প্রতিক দিল্লি সফরে গেলে এই তহবিলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।

২০ বছরে ঋণ পরিশোধের শর্তে এই চুক্তি স্বাক্ষরিত হবে। এ জন্য অন্তর্বর্তী সময় থাকবে আরো পাঁচ বছর। ১ শতাংশ বার্ষিক সুদে এই ঋণ দেওয়া হবে। সঙ্গে থাকবে দশমিক ৫ শতাংশ প্রতিশ্রুতি ফি। আন্তদেশীয় তহবিল প্রদানের ক্ষেত্রে সুদের এই হার বিশ্বে সর্বনিম্ন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার এই সফরে রেল সংযোগ, আসাম ও পশ্চিমবঙ্গের সঙ্গে ফেরি সার্ভিস ও ক্রুজ লাইনার্স এবং বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে ৪০টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ