,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ঐক্যের সরকার গঠনে সম্মত হয়েছে হামাস-ফাতাহ

লাইক এবং শেয়ার করুন

প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাসের সঙ্গে ঐক্যের সরকার গঠনে সম্মত হয়েছে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কোতে তিনদিনের আলোচনা শেষে মঙ্গলবার এ সম্মতিতে পৌঁছে এ দুই সংগঠন।

আল জাজিরার খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী, দুই সংগঠন মিলে একটি নতুন জাতীয় কাউন্সিল গঠন করবে। এতে নির্বাসিত ফিলিস্তিনীরাও থাকবেন। এই কাউন্সিল নির্বাচনের আয়োজন করবে। এরমধ্য দিয়ে দেশটিতে জনপ্রতিনিধিত্বের সরকার গঠিত হবে। ফাতাহর এক সিনিয়র কর্মকর্তা আজম আল আহমাদ বলেন, ‘আজকের অবস্থা(এমন ধরনের উদ্যোগ) আগের যে কোন সময়ের চেয়ে ভাল।’

সংগঠন দুটি যেসব শর্তের ভিত্তিতে ঐক্য সরকার গঠন করছে তাকে এ যাবতকালের মধ্যে সবচেয়ে উত্তম শর্ত বলে অভিহিত করেছেন আহমাদ।
ফিলিস্তিনী এ ঐক্য প্রক্রিয়ায় ইসলামি জিহাদ গ্রুপকেও অন্তর্ভুক্ত করেছে ফাতাহ ও হামাস। সোমবার ফিলিস্তিনী প্রতিনিধিরা রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গিও ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় ইসরাইলের মার্কিন দূতাবাস অধিকৃত তেল আবিব থেকে মুসলমানদের পবিত্র শহর জেরুজালেমে সরিয়ে নেয়ার ব্যাপারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রচারণা চালাচ্ছেন তা থেকে তাকে নিবৃত্ত করতে ল্যাভরভের প্রতি আহ্বান জানান প্রতিনিধিরা।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ