,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তামিলনাড়ুতে ভার্দাহর তাণ্ডব, নিহত ১২

লাইক এবং শেয়ার করুন

ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ভার্দাহের আঘাতে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঝড়ের কারণে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। খবর হিন্দুস্থান টাইমস। খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ভার্দাহ ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে তামিলনাড়ু উপকূলে আঘাত হেনেছে। তামিলনাড়ুর পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও তাণ্ডব চালিয়েছে ভার্দাহ।

গাছ উপড়ে বেশকিছু রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবং রেল ও বিমান পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে তামিলনাড়ুর জীবনযাত্রা। ঝড়ের পর উদ্ধার কাজে নেমেছে ২৮০০০ স্বেচ্ছাসেবী। এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূল অতিক্রম করার পর কয়েক ঘণ্টা ধরে বাতাস আর বৃষ্টির তোড় চলে। সেই সঙ্গে উপকূলে দেখা দেয় জলোচ্ছ্বাস।

তবে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই উপকূলীয় নিচু এলাকাগুলো থেকে ২০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়ায় প্রাণহানির ঘটনা কম হয়েছে। ঝড়ের কারণে চেন্নাই, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুরের সব স্কুল মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ