,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ইরানে দেহব্যবসা ছড়ানোর অভিযোগে ১২ জনের কারাদণ্ড

লাইক এবং শেয়ার করুন

ইরানে দেহব্যবসা ছড়ানোর অভিযোগে একটি ফ্যাশন ইন্ড্রাস্ট্রির ১২ জন কর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। খবর:বিবিসি। বিবৃতিতে বলা হয়, এসব নারী-পুরুষকে পাঁচ মাস থেকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে সিরাজ শহরের একটি আদালত। এছাড়া সাজা ভোগের পর তাদের ওপর দুই বছর ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে কাজ ও বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী মাহমুদ তারাভাত জানিয়েছেন, তার মক্কেলদের বিরুদ্ধে অনলাইনে নগ্ন ছবি প্রকাশের মাধ্যমে দেহব্যবসা বিস্তৃতির চেষ্টা, মুসলমানদের ফ্যাশন শোতে অংশ নেয়ার আহ্বানের মাধ্যমে পাপাচারে নিমজ্জিত করার চেষ্টা এবং পশ্চিমা নগ্নতার সংস্কৃতি বিকাশের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ১২ জনের মধ্যে এক পুরুষকে ছয় বছরের কারাদণ্ড ও মুক্তির পর দুই বছরের জন্য সাংবাদিকতা ও সরকারি চাকরিতে নিষিদ্ধ করা হয়েছে। আরেক পুরুষ ও এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড ও ফ্যাশন ডিজাইনিংয়ের কাজে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তারাভাত অবশ্য দাবি করেছেন, তার মক্কেলরা নির্দোষ। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ