AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বাগদাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৮০

লাইক এবং শেয়ার করুন

ইরাকে শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়  বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হিল্লা নামক স্থানে একটি পেট্রোল স্টেশন ও রেস্টুরেন্টকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

তীর্থযাত্রীরা কারবালা থেকে ফেরার পথে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। আইএসের পক্ষ থেকে আমাক নিউজকে জানানো হয়, বোমা হামলায় ২০০ জনের মতো লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। তবে প্রাদেশিক নিরাপত্তা প্রধান ফালাহ আল রাদি বলেন, হামলায় ৮০ জন নিহত ছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন।

-বিবিসি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ