,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বাগদাদে শিয়াদের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ৩১

লাইক এবং শেয়ার করুন

ইরাকের রাজধানী বাগদাদে শিয়াদের জমায়েতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছে ৫০ এর অধিক লোক। শনিবার বাগদাদের উত্তরে আল-শাবাব জেলায় এই ঘটনা ঘটে। খবর আল-জাজিরার। স্থানীয় পুলিশ জানায়, আশুরা পরবর্তী স্মরণসভায় মিলিত হতে শিয়ারা একটি তাঁবুর নিচে জড়ো হয়। পরে এক আত্মঘাতী জঙ্গি বোমাবাহী পোশাক পরে সেখানে ঢুকে যায়। জঙ্গির দেহে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই বহুলোকের প্রাণহানি হয়। এই হামলার দায়দায়িত্ব স্বীকার করে এখনো কেউ বিবৃতি দেয়নি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ