,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ডেমোক্রেটিক পার্টির সভানেত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ডেবি ওয়াসারম্যান শুলটজ

লাইক এবং শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সভানেত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেবি ওয়াসারম্যান শুলটজ। ফাঁস হওয়া ই-মেইল বিতর্ক শুরু হলে এই সিদ্ধান্ত নিয়েছেন শুলটজ। খবর বিবিসির। সোমবার স্থানীয় সময় বিকাল থেকে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটদের কনভেনশন শুরু হবে।  বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ও ককাসে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সমর্থন পাওয়া হিলারিকে চারদিনের এ কনভেনশনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়ার কথা রয়েছে। এই কনভেনশনের কয়েক ঘণ্টা আগেই ‘দলীয় ঐক্য’ ধরে রাখার জন্য ডেবি ওয়াসারম্যান পদত্যাগের এ ঘোষণা দিলেন।

গত ২২ জুলাই ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রায় নেতৃস্থানীয় সাতজনের ১৯ হাজার ই-মেইল ফাঁস করে উইকিলিকস। ফাঁস হওয়া ই-মেইলে দেখা যায়, পার্টির ভেতরের লোকজন প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান ব্যাহত করার চেষ্টা করেছে। এদিকে হিলারি ক্লিনটনের রানিংমেট পদে ভার্জিনিয়া সিনেটর টিম কেইনকে বেছে নেয়ায় হতাশা প্রকাশ করেছেন বার্নি স্যান্ডার্স।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ