,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

লাইক এবং শেয়ার করুন

বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে দশটার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি বজলুর  রহমানের জানাজা ও  শ্রদ্ধাঞ্জলি  শেষে প্রধান বিচারপতি এ ঘোষণা দেন। জানাজায় সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীবৃন্দ অংশ নেন।

গত রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপিল বিভাগের বিচারপতি মো. বজলুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি লিভার সমস্যা এবং ক্যন্সারসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। আপিল বিভাগের এই বিচারপতির মৃত্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান গত বছরের ৮ ফ্রেব্রুয়ারি থেকে আপিল বিভাগে বিচারিক দায়িত্ব পালন করছিলেন। তিনিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংখ্যা ছিল ৯ জন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ