,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নিজেকেই বিয়ে করলেন এই নারী!

লাইক এবং শেয়ার করুন

বয়স হয়ে গেছে ৩৯। তাই বিয়ের কাজটা এবার সেরে ফেলার সিদ্ধান্ত নিলেন যুক্তরাজ্যের সাউথ ইয়র্কশায়ারের বাসিন্দা লিন গোলোগলি। দস্তুর মতো কার্ড ছাপিয়ে বিয়ে করলেন তিনি। গেলেন হানিমুনেও। পেশায় বিজনেস অ্যানালিস্ট লিন শেষ পর্যন্ত যাকে বিয়ে করলেন, তিনি আর কেউ নন। নিজেকেই নিজে বিয়ে করলেন এই নারী।

লিনের এ অদ্ভুত সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে হতাশা। অল্প বয়সে তিনি কয়েকটি সম্পর্কে জড়িয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন সম্পর্কঘটিত জটিলতা। আর খেসারত দিতে রাজি নন বলেই লিন এই সিদ্ধান্ত নেন। লিনের মা ফ্লো তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্য দু’একজন আত্মীয়ও বেশ উৎসাহী তাঁর এই সংকল্পে। যুক্তরাজ্যের একটি টেলিভিশন শো দেখেই এই মতলব লিনের মাথায় আসে বলে জানিয়েছে এক প্রখ্যাত ব্রিটিশ ওয়েব সাইট।

তবে সিঙ্গল ম্যারেজের ব্যাপারে লিনকে পথিকৃৎ বলা যাবে না। এর আগে ২০১৬-এ যুক্তরাজ্যের ব্রাইটনের বাসিন্দা সোফি ট্যানার একই কাণ্ড ঘটিয়েছিলেন। আগামী এপ্রিলে লিন সারবেন তাঁর বিয়ের সেরিমনি। সেখানে সাদা ওয়ডিং গাউনে সেজে তিনি অভ্যাগতদের আপ্যায়িত করবেন নৈশভোজে। নিমন্ত্রিতদের কাছে আশির্বাদ চাইবেন সুখী দাম্পত্য জীবনের জন্য।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ