,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বৃদ্ধের একি কাণ্ড! তুলেন মহিলার স্কার্টের নিচের ছবি ( ভিডিও দেখুন)

লাইক এবং শেয়ার করুন

শপিং মলে গিয়েছিলেন এক মহিলা। কিছু জিনিসও কিনলেন সেখান থেকে। কিন্ত, তারপর যা ঘটল সেখানে তার জন্য কোনও ভাবেই প্রস্তুত ছিলেন না তিনি। সকলের সামনেই তাঁর অজান্তে তাঁর স্কার্টের নিচে থাকা অন্তর্বাসের ছবি তুলে নেন এক ব্যক্তি। বিকৃত কাম! না কি শুধুই মজা করা? যাই হোন না কেনো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এই ভিডিওটি বর্তমনে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা শপিং মলে জিনিস কোনার সময় হঠাত্‍ই হাজির হন এক বৃদ্ধ ব্যক্তি। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনটি বের করে মহিলার স্কার্টের নিচে ধরেন। তার অজান্তেই ছবি তুলতে শুরু করে দেন সেই ব্যক্তি। সকলের সামনে এই ঘটনা ঘটলেও কেউ টের পাননি সেই সময়। তবে গোটা ঘটনাটি ধরা পড়ে মলের সিসিটিভি ক্যামেরায়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ