,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

হাতিরঝিলে মানুষের উপচে পড়া ভিড়

লাইক এবং শেয়ার করুন

ঈদের দিনে রাজধানীর সব বিনোদন কেন্দ্রকে হার মানিয়েছে হাতিরঝিল। দিনভর ছিল ছিলো মানুষের আনাগোনা। বিশেষ করে সন্ধ্যার পর আলোক সজ্জিত হাতিরঝিল দেখতে নেমেছিল মানুষের ঢল। কেউ হাঁটছেন, কেউ বন্ধুদের নিয়ে বসে বসে আড্ডায় মেতেছেন, আবার কেউবা তুলছেন সেলফি। সবমিলে ঈদের দিনে হাতিরঝিল ছিলো লোকে-লোকারণ্য।

সন্ধ্যার পর হাতিরঝিলে কথা হয় লালবাগ থেকে স্বপরিবারে ঘুরতে আসা আরিফুর রহমানের সাথে।তিনি বলেন, ঢাকার অনেক বিনোদন কেন্দ্র ঘুরেছি। কোথাও এতো মজা পাইনি।

অনুভূতির কথা জানাতে গিয়ে আরিফুর রহমানের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, এখানকার নির্মল বাতাস আর দৃষ্টিনন্দন আলোকসজ্জা নজর কাড়ার মতো। সবচে ভালো লেগেছে এখানকার ভীতিহীন পরিবেশ। তিনি বলেন, রাত ১২ টা পর্যন্ত ঘুরেছি, কোথাও নিরাপত্তার কোন ঘাটতি মনে হয়নি।

নিজামুল হক (৪০) নামে রামপুরার এক আদি বাসিন্দা জানান, এক সময় পুরনো খাল নৌকায় পার হয়ে তাদের এপারে তেজগাঁওয়ে আসতে হতো। সংস্কার কাজ শুরুর প্রায় ছয় বছর পর ২০১৩ সালে প্রকল্পটি উন্মুক্ত করা হলেও বৈধ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি এখানে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ