,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই : এমপি তানসেন

লাইক এবং শেয়ার করুন

নন্দীগ্রাম(বগুড়া)সংবাদদাতা # বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই। শেখ হাসিনার সরকার সাংস্কৃতিক অঙ্গনকে অধিক গুরুত্ব দিচ্ছেন। সু-শিক্ষার পাশাপাশি সুস্থ্য বিনোদনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। গতকাল শনিবার বিকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব হামিদুজ্জামান খাঁন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদ নেতা কামরুজ্জামান কামরুল, আলহাজ্ব আব্দুল করিম বেগ। এতে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ছালেহ ইয়ামুন নাছ, গোলাম কিবরিয়া খাঁন চৌধুরী, আবু হানিফ আকন্দ, আশরাফ আলী, আব্দুস সালাম, আব্দুল মোত্তালিব, আব্দুল মজিদসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এমপি তানসেন। অনুষ্ঠানপূর্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেনকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ