,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ইউটিউবে শাকিব-পরীমনির মন-মাতানো ভিডিও

লাইক এবং শেয়ার করুন

ইউটিউব এখন মেতে রয়েছে শাকিব-পরীর টিজারে! ইউটিউবে মুক্তির মুহূর্তের মধ্যেই যা ভাইরাল হয়ে গেছে! ঢাকাই ছবি ‘ধূমকেতু।’ কয়েকদিন আগেই যার টিজার মুক্তি পেয়েছে। ত্রিকোণ প্রেমের এই ছবির টিজার মুক্তি পাওয়ার মুহূর্তের মধ্যেই তা ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি বার দেখে ফেলেছেন দর্শকেরা।
মুক্তির আগে থেকেই তো বিতর্ক শুরু হয়ে গিয়েছিল ছবিটি নিয়ে। শাকিব খান এবং পরীমনি অভিনীত এই টিজারে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত রয়েছে। ছবি মুক্তির তারিখ এখনও স্থির করেননি পরিচালক শফিক হাসান। তবে টিজারে সিনেমা প্রেমীদের ভিড়ের মতো সিনেমা হলেও ভিড় উপচে পড়বে কি না সেটাই দেখার অপেক্ষা।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ