,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জমে উঠেছে ময়মনসিংহের ব্যতিক্রমী পুষ্পমেলা

লাইক এবং শেয়ার করুন

মেহেদী হাসান আবদুল্লাহ্, ময়মনসিংহ প্রতিনিধি # ময়মনসিংহ পৌরসভা কতৃক আয়োজিত শহরের টাউন হল মাঠে বিশদিনব্যাপী পুষ্পমেলা জমে উঠেছে। সকাল থেকে রাত অবধি মেলায় দর্শনার্থীদের প্রচন্ড ভীড় লক্ষ করা গেছে।  মেলায় বিভিন্ন প্রজাতির ফুলের চারা প্রচুর পরিমান বিক্রি হচ্ছে বলে জানিয়েছে নার্সারীর মালিকরা। ময়মনসিংহ পৌরসভার জননন্দিত মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক দিকনিদেশনা ও আন্তরিক সহযোগীতার এ মেলা চলছে।

 

মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব বয়সী দর্শণার্থীর আনাগোনা হয়েছে। আর আগত দর্শনার্থীরা শুধু ফুল দর্শনই নয়, ফুল দেখে পছন্দের ফুলের চারাটি কিনতে ভুল করছেনা অনেক। মুল্য তুলনা মুলক কম হওয়ায় সৌন্দর্য্য পিপাসু নগরবাসী  মানুষ বাড়ির আঙ্গিনা, ছাদ অথবা যে কোনো স্থানে লাগানোর জন্য নিজেদের পছন্দের ফুলের চারা  ক্রয় করে  লাগাচ্ছেন। গত ১লা জানুয়ারী শরু হওয়া পুষ্পমেলা চলবে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত। মাঝে মাঝে পুষ্পমেলা পরিদর্শণ করতে আসেন পৌর মেয়র ইকরামূল হক টিটুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেলায় মোট ২০টি ষ্টল অংশ নিচ্ছে। আগামী ২০ জানুয়ারী মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ