,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ময়মনসিংহে বাসে যুবতী ধর্ষন: ধর্ষক আটক

লাইক এবং শেয়ার করুন

মেহেদী হাসান আবদুল্লাহ, ময়মনসিংহ # ময়মনসিংহের নান্দাইল থানার চৌরাস্তা এলাকায় বাসে এক যুবতী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষক কে আটক করা হয়। নান্দাইল থানা সূত্র জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের আব্দুল হাই এর  কণ্যা (১৯) কে তার বড় ভাই  ৫ জানুয়ারী (মেয়েটির) কর্মস্থলে যাওয়ার জন্য লক্ষীগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে নরসিংদীতে গামী  আল্লাহরদান নামক (টাঙ্গাইল-ব-৩৩৩ নং) বাসে তুলে দেয়।
 
বাসটি ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এসে বারুইগ্রাম মাদরাসার নিকট সব যাত্রী নামিয়ে দেয়। মেয়েটিকে বাসের হেলপার আলমগীর (২২) মেয়েটিকে ভৈরব যাওয়ার গাড়ীতে তুলে দিবে একথা বলে কালক্ষেপন করতে থাকলে সন্ধ্যা ঘনিয়ে আসে। আলমগীর মেয়েটিকে রাতের অজুহাত দেখিয়ে সকালে বাসে তুলে দিবে এ কথা বলে মেয়েটিকে হোটেল থেকে খাবার এনে দেয় এবং ভাত খেয়ে বাসেই শুয়ে থাকতে বলে।
 
মেয়েটি সরল বিশ্বাসে বাসে শুয়ে থাকা অবস্থায় রাতে আলমগীর বাসে উঠে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে এ সময় আলমগীরের সহযোগী মোশাররফ ও শাহজালাল বাসের বাহরিে পাহাড়া দচ্ছিলি। নর্যিাততিার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে ও ধর্ষক আলমগীরকে আটক করে। এ সময় অন্য সহযোগিরা পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থকেে বাসসহ ধর্ষক ও ধর্ষিতাকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায়  থানায় রা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা  হয়ছেে।

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ