,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

১০টি ক্যাটাগরিতে দশ গুণীজনকে মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক ২০১৬ স্বর্ণ পদক প্রদান করবে (নসাস)

লাইক এবং শেয়ার করুন

নওরোজের অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের বরেণ্য শিশু সাহিত্যিক ও প্রকাশক মোহাম্মদ নাসির আলী। যিনি ছিলেন বাঙালি মুসলমানদের প্রারম্ভিক কালের একজন সারথি। ছিলেন একনিষ্ঠ, পরিশ্রমী, আত্মবিশ্বাসী বাঙালি। যে দুজন কৃতী পুরুষ- দৃষ্টিভঙ্গিতে আলাদা হলেও মুসলমানদের সাংস্কৃতিক-সৃজনশীল জগতে টেনে এনেছেন- এদের একজন মওলানা আকরম খাঁ এবং অন্যজন মোহাম্মদ নাসির উদ্দিন। এদের দুজনের পত্রিকা ‘সওগাত’ ও ‘মোহাম্মদী’তে লিখে লিখেই স্বনামধন্য হয়েছেন শিল্প-সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী। জীবৎকালে বাংলাদেশে প্রবর্তিত সাহিত্য ও প্রকাশনায় সকল পদক পেয়েছেন তিনি। এর মধ্যে আছে আন্তর্জাতিক দুটি পুরস্কারও।

তার অসামান্য অবদান স্মরণ করে শতততম জন্মবার্ষিকীতে নওরোজ সাহিত্য সম্ভার (নসাস) প্রদান করছে ‘শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক ২০১৬’। এবছর ১০টি ক্যাটাগরিতে পদক দেয়া হচ্ছে। আগামী ৯ জানুয়ারি শনিবার সকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ পদক দেয়া হবে বলে জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটি প্রধান ইফতেখার রসুল জর্জ।

যে সকল ক্যাটাগরিতে পদক দেয়া হবে :
* কথাসাহিত্যে মরনোত্তর * উপন্যাস * গণমুখী চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধের সাহিত্য * কবি * বিশিষ্ট ছড়াকার * প্রচ্ছদ ও পোর্ট্রেট * প্রতিশ্রুতিশীল শিশুসাহিত্যিক * প্রকাশক * মিডিয়া সাংবাদিক সাহসীনি ও কবি * গবেষক ও জীবনীকার

Mohammad Nasir Ali Award


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ