,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নন্দীগ্রামে কুখ্যাত ডাকাতসহ গ্রেফতার ২

লাইক এবং শেয়ার করুন

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা #  বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত ফারুক ও এক জুয়াড়–কে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম ও এসআই আলীম সরদার পৌর শহরের কৈগাড়ী মোড়ের সোহবরাবের ছ’মিলে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ফারুক হোসেনকে(৩০) গ্রেফতার করে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী কামুল্যা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

 

তার বিরুদ্ধে নাটোরের সিংড়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে থানার ওসি হাসান শামীম ইকবাল জানিয়েছেন। অপরদিকে, ওই রাতেই এসআই আবু শাহীন কাদির সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে পৌর শহরের ফোকপাল-কালিকাপুর মাঠে জুয়া আসর থেকে কাথম জুমুল দেওয়ান বালিকা মাদ্রাসার সহকারি শিক্ষক ইদ্রিস আলীকে(৩৪) গ্রেফতার করে। এসময় অন্য জুয়াড়–রা আসর থেকে পালিয়ে যায়। সে মাঝগ্রাম মহল্যার আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ