,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ময়মনসিংহে লেবার টেক্কা নজরুল এর বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল

লাইক এবং শেয়ার করুন

মেহেদী হাসান আবদুল্লাহ, ময়মনসিংহ প্রতিনিধি # ময়মনসিংহের শহরতলী খাগডহর এলাকার মৃত হাসমত আলীর পুত্র ও সিএসডির লেবার টেক্কা নজরুল এর বিরুদ্ধে শত শত গ্রামবাসী গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর গনস্বাক্ষর সহ স্বারকলিপি প্রদান করেছেন। বুধবার দুপুরে খাগডহর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আসামী টেক্কা নজরুলকে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর প্রতিনিধি দল স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে গ্রামবাসী উল্লেখ করেছেন, খাগডহর এলাকার সন্ত্রাসী টেক্কা নজরুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। টেক্কা নজরুলের অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজী ও অন্যান্য অত্যাচারের কারনে নিরীহ সাধারন মানুষ বিচারের দাবীতে জানিয়েছে ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ