,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আবুধাবির জাদুঘরে বাংলাদেশের নাম জাহেদুর রহমানের চিত্রকর্মে মডেল জ্যোতি

লাইক এবং শেয়ার করুন

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শুক্রবার মুক্তি পেয়েছে জ্যোতি অভিনীত নতুন চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের পরিচালনায় নির্মিত হয়েছে ছবিটি। এতে অনিলের বড় বোন ‘অতশী’র চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানেই শেষ নয় এবারের সুসংবাদটা একটু ভিন্নতর।jyotika-jyotiআবুধাবির জায়েদ ন্যাশনাল মিউজিয়ামে ঝুলছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ছবি। তিনি সশরীরে সেখানে যাননি। রাখা হয়নি জ্যোতি অভিনীত কোনো চলচ্চিত্রও। শুধু একটি প্রোট্রেট ঠাঁই পেয়েছে সেখানে, যার মডেল জ্যোতি। তার পোট্রেটটি এঁকেছেন চিত্রশিল্পী জাহেদুর রহমান রবিন। তিনি বহু বছর ধরেই প্রবাসী। থাকেন দুবাইয়ের আল আইনে। গত সেপ্টেম্বরে জ্যোতির ছবিটি এঁকেছিলেন রবিন। জ্যোতির জন্মদিনে এটি আঁকেন তিনি। গত মাসে আবুধাবির জাদুঘর কর্তৃপক্ষ ঘোষণা  দেয়, তারা প্রতিযোগিতার মাধ্যমে চিত্রকর্ম সংগ্রহ করছে।সে সময় রবিন তার আঁকা জ্যোতিরটিসহ চারটি ছবি জমা দেন। সেখান থেকে জ্যোতির ছবিটিই নির্বাচিত হয়। জানা যায়, মোট ১৮টি ছবি নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। এর মধ্যে এ ছবিটি আছে নবম স্থানে। খবরটি শুনে বেজায় খুশি অভিনেত্রী জ্যোতি। এ প্রসঙ্গে তিনি বলেন, রবিনের কাছ থেকে বিষয়টি জানার পর এতটাই ভালো লাগলো যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। অনেক কৃতজ্ঞতা থাকলো রবিনের প্রতি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ