,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পুতিনের বয়স কত? ৬৩ না ১০০ !!!

লাইক এবং শেয়ার করুন

পাশাপাশি তিনটি ছবি। দু’টি সাদাকালো, একটি রঙিন।প্রথম দুটিতে থাকা ব্যক্তির চেহারার সঙ্গে প্রায় হুবহু মিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কি মৃত্যু নেই? তিনি কি অমর? আজ এসব প্রশ্নই ঘুরছে অনলাইন জগতে। পুতিনের মত দেখতে দুটি ছবি এরজন্য দায়ী। ১৯২০ ও ১৯৪১ সালে তোলা এ ছবি দুটিতে যাদেরকে দেখা যাচ্ছে তারা পুতিনের মত।

এ কারণে খবরে বলা হচ্ছে, ৬৩ বছর বয়সী পুতিনের মৃত্যু নেই। এই ছবিগুলো পুতিনের সত্যিকারের ছবি ধরা হলে পুতিনের আজকের দিনে বয়স হত ১০০ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি নিয়ে বিতর্ক ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছে। পুতিনের সমর্থকরা বিশ্বাস করেন তাদের নেতার বয়স ১০০ বছরের ওপরে। ডিসক্লজ ডট টিভিতে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। গত তিন বছর ধরে বিশ্বের ১ নম্বর ক্ষমতাধর ব্যক্তি পুতিনকে বলা হচ্ছে। ফোর্বস ম্যাগাজিনের জরিপে তিনি পর পর তিনবার ১ নম্বর স্থান দখল করে আছেন। দাফতরিক তথ্য অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির ভøাদিমিরোভিচ পুতিনের জন্ম ১৯৫২ সালের ৭ অক্টোবর। সে হিসাবে তার বর্তমান বয়স ৬৩ বছর। ডেইলি স্টার ইউকে। 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ