,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

হবিগঞ্জ জেলায় মহান বিজয় দিবস উদযাপিত।

লাইক এবং শেয়ার করুন

শেখ মোহাম্মদ তানভীর হোসেন : হবিগঞ্জ জেলা প্রতিনিধি # প্রতি বছরের ন্যায় এবার হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৪৪ তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ই ডিসেম্বরের সূর্যোদয়ের সাথে সাথে ৩৪ বার তপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮.০০ ঘটিকায় হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পথিক পায়রা উড়িয়ে কুচওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব সাবিনা আলম, ও বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব জয়দেব কুমার ভদ্র। পড়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারী, বে-সরকারী, স্কুল কলেজ, বিভিন্ন সিভিল প্রশাসনের বাহিনীর অংশগ্রহনে কুচকা্ওয়াজ অনূষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২ টায় কালেক্টর প্রাঙ্গন (নিমতলা)য় হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্বীকার জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, পিপি আকবর হোসেন জিতু, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিউট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান সহ প্রমুখ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ