,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কুখ্যাত ‘কোকেন গডমাদার’ জেনিফার!

লাইক এবং শেয়ার করুন

শিরোনাম পড়ে কি ভাবছেন, গান-অভিনয় ছেড়ে কি শেষমেশ ‘কোকেন গডমাদার’ তথা কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হয়ে গেলেন সুন্দরী জেনিফার! হ্যাঁ পাঠক, বিষয়টা অনেকটা সেরকমই। তবে তা বাস্তবে নয়, সিনে পর্দায়। এবার কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কোর ভূমিকায় অভিনয় করবেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। এইচবিও টেলিভিশনের জন্য নির্মাণাধীন একটি ছবিতে তাকে এভাবেই দেখা যাবে। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির গল্পে ব্ল্যাঙ্কোর উত্থান-পতন তুলে ধরা হবে। কোকেন গডমাদার হিসেবে পরিচিত ছিলেন তিনি। সত্তর ও আশির দশকে আমেরিকায় মাদক বাণিজ্যে বিপ্লব ঘটে তার হাত ধরেই।
 
এ সময় ২০০ জনকে খুনের নির্দেশ দিয়ে কুখ্যাতি পান ব্ল্যাঙ্কো। ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ায় তার নিজের বাড়ি থেকে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) প্রতিনিধিরা গ্রেফতার করে। ২০০৪ সালে কলাম্বিয়ায় বিতাড়িত হওয়ার আগে বিচারে ব্ল্যাঙ্কোর দশ বছরের সাজা হয়। এর আট বছর পর দেশটির মেডেলিন শহরে চলন্ত গাড়ি থেকে ছোঁড়া দু’টি গুলি মাথায় লেগে নিহত হন তিনি। 

নতুন এই ছবিটিতে নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন লাস্যময়ী লোপেজ। এক বিবৃতিতে ৪৬ বছর বয়সী এই হলি তারকা বলেছেন, ‘গ্রিসেল্ডার অসাধু ও জটিল জীবনের প্রতি বহু বছর ধরেই আমার আগ্রহ আছে। অবশেষে তার গল্পকে প্রাণ দেয়ার ক্ষেত্রে এইচবিওর সঙ্গে জোট বাঁধাকে যুতসই মনে হচ্ছে।’এইচবিও’র সঙ্গে লোপেজ ‘শেডস অব ব্লু’ সিরিজেও নির্বাহী প্রযোজনা করছেন। এখন এর দ্বিতীয় মৌসুম চলছে বলে জানা গেছে। 

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ