,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কাউখালীর ধনুকার ব্যবসায়ীরা লেপ-তোশক তৈরির কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন

লাইক এবং শেয়ার করুন

???????????????????????????????

???????????????????????????????


সৈয়দ বশির আহম্মেদ কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥ শীত আসছে। শীতল বাতাসের সঙ্গে রাতে হালকা শীতের পরশ, দিনে গরম, রাতে ঠাণ্ডা আর ভোরের স্নিগ্ধ বাতাস, সাতসকালে ঘাস-পাতার ওপর জমে থাকা শিশিরকণা জানিয়ে দেয় জনপদে শীত এসেছে। অন্যবারের তুলনায় এবার এখানে আগাম শীত নেমেছে। শীতের আগমনীবার্তায় বেজায় খুশি লেপ-তোশক প্রস্তুতকারী ধনুকাররা। শীত মৌসুমের শুরুতে কাউখালীর ধনুকার ব্যবসায়ীদের এখন সুদিন। তারা লেপ-তোশক তৈরির কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেলাইয়ের কাজে তুলাধোনায় ব্যস্ত মালিক-শ্রমিকরা। শীত মৌসুমের শুরুতে ক্রেতারা লেপ-তোশকের দোকানগুলোতে আগে থেকে পছন্দমত লেপ-তোশক তৈরির অর্ডার দিয়েছেন। শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে অনেকেই ভিড় করছেন লেপ-তোশকের দোকানে। ধনুকার ব্যবসায়ীরা এবার ভালো মুনাফা এবং বেশি বিক্রির আশায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
কিছুদিন ধরে শীতল বাতাসের সঙ্গে রাতে একটু একটু শীতের হাওয়া বয়ে যাওয়ায় লেপ-তোশক তৈরির কাজে ব্যস্ততা বেড়ে গেছে। তাদের চোখে এখন ঘুম নেই। জানা যায়, কাউখালী দক্ষিণ বাজারসহ ছোট-বড় হাটবাজারগুলোয় জাজিম, বালিশ, লেপ, তোশক তৈরি ও বিক্রির কাজে শতাধিক ধনুকার ব্যবসায়ী নিয়োজিত রয়েছেন। ব্যবসায়ীরা জানান, শীতের তীব্রতা বাড়লে লেপ-তোশক তৈরি ও বিক্রি হয় বেশি। বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাসাধারণ লেপ-তোশক তৈরির জন্য ভিড় করছেন।

বার্তা প্রেরকঃ
সৈয়দ বশির আহম্মেদ
কাউখালী,পিরোজপুর।
তারিখঃ ০৬-১২-১৫


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ