,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভালুকায় সাহিত্য,সংস্কৃতি ও বুদ্ধিজীবিদের মিলনমেলা

লাইক এবং শেয়ার করুন

সফিউল্লাহ আনসারী, ময়মনসিংহ # শুক্রবার(১৭জুন)ভালুকার সাহিত্য,সংস্কৃতি ও বুদ্ধিজীবিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।কবি সেলিনা রশিদের বাসভবন ওয়াটার হাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান শহীদ বিন এমদাদ।কবি সেলিনা রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কবি এড.শাহাব উদ্দীন আহম্মদ,নাট্যকার আফতাব বিন তমিজ,বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান,খায়রুল আলম মল্লিক,কৃষি ব্যাংকের সাবেক এজিএম মকবুল হোসাইন, কবি-লেখক লুৎফর চৌধুরী,কামরুজ্জামান তুহিন, মতিউর রহমান খান,খায়রুল বাসার সেলিম,সাংবাদিক এবিএম জিয়া উদ্দিন বাসার,আ খ ম রফিকুল ইসলাম,কামরুল ইসলাম পাঠান,মুখলেছুর রহমান মনির, আনোয়ার হোসেন,মো: আ: আলী রতন,আনোয়ারা নীনা,রওশন আরা বেগম,আনিসুর রহমান,এসএম শাখাওয়াত হোসেন সেলিম,শাহরিযার কবির,উজ্জল হায়দার,লালন ফকির,সফিউল্লাহ লিটন,কলিমুল্লাহ আকন্দ,আশরাফ উদ্দিন,আ: রশিদ শিকদার, আলী আহসান কবির,সফিউল্লাহ আনসারী প্রমুখ।

বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তৃতা,কবিতা পাঠ,গান,অভিনয় পুরষ্কার বিতরনি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় বক্তাগন ভালুকার সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করতে উদ্যোগী হওয়ার আহবান জানান এবং এ কাজে কবি সেলিনা রশিদের অগ্রনী ভুমিকার প্রসংশা করেন।ভালুকার সকল কবি-সাহিত্যিক,সংস্কৃতজন গুণীব্যাক্তিদের মহামিলনকে এগিয়ে নিতে সকলের দায়িত্ববান ভুমিকা রাখতে আলোচনা করা হয়।নিয়মিত সাহিত্য আড্ডা ও লিটলম্যাগ প্রকাশের বিষয়েও আলোকপাত করা হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ