,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ভালুকায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আঃলীগ-৯ ও বিদ্রোহী-১জন

লাইক এবং শেয়ার করুন

সফিউল্লাহ আনসারী, ময়মনসিংহ # ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার (৪জুন) । দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক নির্বাচনী পরিবেশ ছিল স্বাভাবিক ও সুশৃঙ্খল। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেসরকারি ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী আ’লীগের মনোনীত প্রার্থী ৯জন ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী ১জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

১নং উথুরা ইউনিয়ন থেকে আ’লীগের মনোনীত প্রার্থী বজলুর রহমান বাচ্চু, ২নং মেদুয়ারী ইউনিয়নে জেসমিন নাহার রাণী, ৩নং ভরাডোবা ইউনিয়নে শাহ আলম তরফদার, ৫নং বিরুনীয়া ইউনিয়ন থেকে রিদওয়ান সারোয়ার রাব্বানী, ৬নং ভালুকা ইউনিয়ন থেকে মোঃ শিহাব আমীন খান, ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নে আকরাম হোসাইন, ৮নং ডাকাতিয়া ইউনিয়নে সাইফুল ইসলাম, ৯নং কাচিনা ইউনিয়নে মুশফিকুর রহমান লিটন, ১১নং রাজৈ ইউনিয়নে নূরুল ইসলাম বাদশাহ। ও সতন্ত্র আ’লীগের বিদ্রোহী প্রার্থী ৪নং ধীতপুর ইউনিয়নের আশরাফুল আলম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেক্ষ্য উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নের সীমানা জটিলতা  নিয়ে মামলা থাকায় মহামান্য হাইকোর্ট ওই ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, সবকয়টা ইউনিয়নে শান্তি পূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ