,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

১৭-১৮ ডিসেম্বর রুয়েটে গ্রিন ব্রেইন প্রতিযোগিতা : রেজিষ্ট্রেশন চলছে

লাইক এবং শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ আগামী ১৭-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে “গ্রিন ব্রেইন ২০১৫” প্রতিযোগিতা। ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীগণ অংশ নিবে। আ.ই.ই.ই রুয়েট স্টুডেন্ট শাখার আয়োজনে এই প্রতিযোগিতা চারটি ক্যাটাগরীতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরীগুলো হচ্ছে প্রজেক্ট প্রদর্শনী, আইডিয়া কনটেষ্ট, পোষ্টার ডিজাইন এবং প্রবন্ধ রচনা।

 

প্রতিটি ক্যাটাগরীতে বিজয়ীদের জন্য এক লক্ষ টাকার প্রাইজমানী ছাড়াও সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হবে। এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের রুয়েটের ইলেকট্রনিক এন্ড ইলেট্রিক্যাল বিভাগের আই.ই.ই.ই রুয়েট স্টুডেন্ট শাখার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গ্রীন ব্রেইন ২০১৫ প্রতিযোগিতার উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ এবং আমেরিকান সেন্টারের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জর্জ মেসথস সহ গণমান্য ব্যক্তিগন উপস্থিত থাকবেন।

বার্তা প্রেরক,    
উপ-পরিচালক
প্রেস এন্ড ইনফরমেশন সেকশন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট
 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ