,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাস্তায় নয়, আমাদের মনের মধ্যেই যত ময়লা জমে রয়েছে: প্রণব মুখোপাধ্যায়

লাইক এবং শেয়ার করুন

মঙ্গলবার গুজরাটের সবরমতী আশ্রমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় মন্তব্য করেন ‘রাস্তায় নয়, আমাদের মনের মধ্যেই যত ময়লা রয়েছে। সেই ময়লাই আগে দূর করতে হবে।’ দেশ জুড়ে যখন অসহিষ্ণুতা নিয়ে তুমুল শোরগোল চলছে তখন তিনি গুরুত্বপূর্ণ এ মন্তব্য করলেন।। তিনি গান্ধীজির কথা স্মরণ করে বলেন, ‘ভারত এমন একটা দেশ যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন, একই সুবিধা পান। একে অন্যের উপর বিশ্বাস রাখাটাই মানুষের ধর্ম।’

‘প্রতিদিনই আমাদের চারপাশে হিংসার ঘটনা ঘটছে। সহিংসতার মূলে অন্ধকার, ভয় এবং অবিশ্বাস রয়েছে’ বলেও মন্তব্য করেন প্রণব বাবু। তিনি বলেন, ‘যখন আমরা সহিংসতা মোকাবিলা করার জন্য নয়া উপায় খুঁজব তখন আমাদের অহিংসা, সংলাপ এবং যুক্তির কথা ভুলে যাওয়া উচিত নয়।’
তিনি মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে বলেন, ‘তিনি একটি সম্মিলিত দেশের কথা ভেবেছিলেন, যেখানে সমস্ত অংশের মানুষ সমতার সঙ্গে বসবাস করবে এবং তারা সমান অধিকার পাবে।’

প্রণব বাবু আজ বলেন, আমাদের স্বচ্ছ ভারত অভিযানকে স্বাগত জানানো উচিত এবং প্রশংসনীয় অভিযানকে সফল করা উচিত। গান্ধীজি প্রসঙ্গে তিনি বলেন, ‘গান্ধীজি কেবল জাতির জনক ছিলেন না, বরং তিনি আমাদের দেশ নির্মাতাও ছিলেন।’ প্রসঙ্গত, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের অন্যতম কর্মসূচি হল স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় এই অভিযানের প্রশংসা করলেও তিনি আসল ময়লা আমাদের মনের মধ্যে জমে রয়েছে বলে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ